Home / চাঁদপুর / চাঁদপুরের মেঘনায় জাটকা রক্ষায় টাস্কফোর্সের অভিযান
meghna-obijan
ফাইল ছবি

চাঁদপুরের মেঘনায় জাটকা রক্ষায় টাস্কফোর্সের অভিযান

অভয়াশ্রমের তৃতীয় দিনে জাটকা রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীতে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা টাস্কফোর্স। রোববার (৩ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানারে নেতৃত্বে মেঘনা মোহনা থেকে সদর উপজেলার সফরমালী পর্যন্ত নদীতে টহল দেওয়া হয়।

টহলরত অবস্থায় নদীতে কোন জেলে নৌকা দেখা যায়নি। তাই কোন জাল বা জেলেকে আটক করতে পারেনি টাস্কফোর্স।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এনএসআই এর সহকারী পরিচালক এবিএম ফারুক, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকীসহ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্ট গার্ড, বিজিবি, নৌ-পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান বলেন, অভয়াশ্রমের দুই মাস নদীতে কেউ মাছ শিকার করতে পারবে না। এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ নদীতে নামলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আজকে আমরা নদীতে নেমে কোন জেলেকে পাইনি।

জেলেদের সহযোগিতা পেলে জাটকা মাছ বড় হওয়ার সুযোগ পাবে। দেশের এই সম্পদ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি। নিষেধাজ্ঞার এই সময়টাতে জেলেদের যেন কোন কষ্ট না হয়, সেজন্য সরকার তাদেরকে ৪০ কেজি করে ৪ মাস চাল দিচ্ছে।

প্রসঙ্গত, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত একশ কিলোমিটার নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

চাঁদপুরে মেঘনায় মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছে ৪৫ হাজার ৯শ’ ৭৮ জন জেলে। নিষেধাজ্ঞার এই সময়টাতে ৪১ হাজার ১শ’ ৮৯ জন ইলিশ জেলেকে ৪০ কেজি করে ৪ মাস চাল দেয়া হবে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
৩ মার্চ, ২০১৯