Home / চাঁদপুর / চাঁদপুর‌ে ইসলামী আন্দোলন বাংলা‌দেশের বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ
islami-andholon-bikkhob

চাঁদপুর‌ে ইসলামী আন্দোলন বাংলা‌দেশের বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ

ভার‌তের সা‌থে সকল দেশ বি‌রোধী চু‌ক্তি বা‌তিল, সন্ত্রাস, দুর্নিতি, মদ-জুয়া, খুন-ধর্ষণ ও বু‌য়ে‌টের মেধাবী ছাত্র অাবা‌রের খুনী‌দের ফাঁসির দাবী‌তে ইসলামী আন্দোলন বাংলা‌দেশ চাঁদপুর জেলার শাখার উ‌দ্যো‌গে বি‌ক্ষোভ মিছিল ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

১৪ অ‌ক্টোবর সোমবার বি‌কে‌লে শহ‌রের শপথ চত্ত্ব‌রে বি‌ক্ষোভ মি‌ছিল পূর্ব সমাবে‌শে প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন কেন্দ্রীয় মহিলা ও প‌রিবার কল্যাণ সম্পাদক অালহাজ্ব মাওলানা মকবুল হো‌সাইন।

তি‌নি বক্ত‌ব্যে ব‌লেন, ৭১ বঙ্গবন্ধুর ডা‌কে দেশের মানুষ স্বাধীনতা যু‌দ্ধে নে‌মে‌ছি‌লেন। সে সময় ভারত আমাদের স্বাধীনতা যু‌দ্ধে সহ‌যো‌গিতা ক‌রে‌ছে। তাই‌ ব‌লে কি আমরা বাংলা‌দেশ‌কে ভার‌তের হা‌তে তু‌লে দিব, নিশ্চয় নয়। তিনি আরো ব‌লেন, অ‌নে‌কে ব‌লেন ইসলামী আন্দোলন আওয়ামীলী‌গের দালাল কখ‌নো ইসলামী অা‌ন্দোলন আওয়ামীলী‌গের দাদা‌লি ক‌রে‌নি। দে‌শে একজন মুসলমান বেঁ‌চে থাকা পর্যন্ত ভার‌তকে এক ই‌ঞ্চি জায়গা ‌ছে‌ড়ে দেওয়া হ‌বে না। এ‌দে‌শ কা‌রো অঙ্গরাজ্য নয়।

ইসলামী আন্দোলন বাংলা‌দেশ চাঁদপুর জেলা শাখার সভাপ‌তি ‌শেখ মোঃ জয়নাল আবদী‌ন সভাপ‌তির বক্ত‌ব্যে ব‌লেন, মৌ‌লিক ৩টি বিষ‌য় নি‌য়ে আমরা আন্দোল‌নে মা‌ঠে নেমে‌ছি। ভার‌তের সা‌থে কি চু‌ক্তি করা হ‌য়ে‌ছে, আবরা‌রের হত্যাকারী‌দের বিচার ও রেব কর্তৃক ৭ জ‌ন খু‌নের সুরাহা অদ্যাব‌ধি করা হয়‌নি। দে‌শের প্রশাস‌নিক শ‌ক্তি‌কে সরকার কা‌জে লা‌গি‌য়ে দেশ প‌রিচা‌লিত কর‌ছে। তি‌নি আরো ব‌লেন, আগামী ১৫দি‌নের ম‌ধ্যে বি‌শেষ টাইব্রনাল গঠন ক‌রে অাবরার হত্যাকারী‌দের ‌বিচার কর‌তে হ‌বে। ১৫দি‌নে এ হত্যার বিচার না হ‌লে এ আন্দোলন সরকার পত‌নের আন্দোল‌নে প‌রি‌নিত হ‌বে।

ইসলামী আন্দোলন বাংলা‌দেশ চাঁদপুর ‌জেলা শাখার সে‌ক্রেটারী কে এম ইয়া‌ছিন রা‌শেদসা‌নি ও সহকারী প্রচার সম্পাদক মাওলানা হেলাল অাহ‌মদ এর যৌথ প‌রিচালনায় সমা‌বে‌শে অা‌রো বক্তব্য রা‌খেন, ইসলামী জেলা শাখার জ‌য়েন্ট সে‌ক্রেটারী মাওলানা গাজী মোঃ হা‌নিফ, সদস্য মাওলানা জোবা‌য়ের অাহ‌মেদ, সাংগঠ‌নিক সম্পাদক মাওলানা বেলাল হোসাইন রাজী, সহ সাংগঠ‌নিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক অালহাজ্ব মামুনুর র‌শিদ খান বেলাল প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি, ১৪ অক্টোবর ২০১৯