Home / চাঁদপুর / চাঁদপুর জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবিরের ইন্তেকাল
Humayun kobir

চাঁদপুর জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবিরের ইন্তেকাল

চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির মজুমদার (৭০) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা জেলার শাহরাস্তি উপজেলার বৃহত্তর টামটা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান। তিনি শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন।

মরহুমের গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই মজুমদার বাড়ি।

তার মৃত্যুর খবরে জেলায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

তার ১ম জানাজা বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে, ২য় জানাজা বাদ জোহর ওয়ারুক রহমানীয়া উঃ বিঃ মাঠে ও ৩য় জানাজা বেলা ৩ টায় সুরসই গ্রামে অনুষ্ঠিত হবে৷

স্টাফ করেসপন্ডেন্ট, ২৫ সেপ্টেম্বর ২০১৯