Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ধানের শীষের প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
Hannan-Nomination
ফাইল ছবি

ফরিদগঞ্জে ধানের শীষের প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপি প্রার্থী এমএ হান্নানের ঋণ খেলাপিজনিত কারণে স্থগিত হওয়া প্রার্থিতা বিষয়ে আজ সোমবার (২৪ ডিসেম্বর) শুনানি অনুষ্ঠিত হবে। ফলে এ আসনে বিএনপির প্রার্থী থাকবে কি থাকবে না তা নির্ধারণ হবে আজ।

এর আগে গত ১৭ ডিসেম্বর সোমবার হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এমএ হান্নানের প্রার্থিতা স্থগিত করেন। পরে তিনি আপিল করলে আজ শুনানির জন্যে দিন নির্ধারিত হয়।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সকলকে চমকে দিয়ে কয়েকজন হেভিওয়েট প্রার্থীকে বাদ দিয়ে বিএনপির মনোনয়ন পান সদ্য বিএনপি থেকে বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া এমএ হান্নান।

গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রিমিয়ার ব্যাংক ও সোনালী ব্যাংক এমএ হান্নানকে ঋণ খেলাপি উল্লেখ করে আবেদন করেন। কিন্তু রিটার্নিং অফিসার প্রথমে তার সিদ্ধান্ত না দিলেও যাচাই-বাছাইয়ের শেষ সময়ে এসে এমএ হান্নানকে বৈধ ঘোষণা করেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও এমএ হান্নানের পক্ষে মতামত যায়।

কিন্তু ১৭ ডিসেম্বর বিকেলে হাইকোর্ট বিভাগের বিচারপতি জেবিএম হাসান ও মোঃ খায়রুল আলমের একটি যৌথ বেঞ্চে সোনালী ব্যাংক রমনা শাখার ঋণ খেলাপিজনিত আবেদনের শুনানি শেষে এমএ হান্নানের প্রার্থিতা স্থগিত করেন। ফলে ফরিদগঞ্জ আসনটিতে প্রার্থী শূন্য হয়ে পড়ে বিএনপি। পরে এ বিষয়ে আপিল করলে আজ ২৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য্য করে হাইকোর্টের বেঞ্চ।

এদিকে প্রার্থিতা স্থগিতের কারণে পুরো ফরিদগঞ্জে থমকে যায় বিএনপির প্রচার-প্রচারণা। এ ব্যাপারে বিএনপি প্রার্থীর অন্যতম সহযোগী সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন জানান, সরকার দলীয় লোকদের নতুন কোনো কারসাজি না হলে আজ সোমবার তাদের প্রার্থী মনোনয়ন ফিরে পাবেন। এরপর থেকে তারা প্রচারণায় মাঠে নামবেন।

স্টাফ করেসপন্ডেট
২৪ ডিসেম্বর,২০১৮

Leave a Reply