Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে জেলেদের মাঝে মেজর রফিকের ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ
hajiganj-program

হাজীগঞ্জে জেলেদের মাঝে মেজর রফিকের ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ

চাঁদপুরের হাজীগঞ্জে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্যউন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধণ মূলককর্মসূচীর অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা ই-সেন্টারেআয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসেলাই মেশিন বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, মাছধরার নিষিদ্ধ সময়ে আয়বর্ধণ কর্মসূচীর জন্য জেলেদের মাঝে সেলাইমেশিন কিংবা ছাগল বিতরণ নয়, তাদেরকে নগদ অর্থ দিতে হবে। সেই অর্থ দিয়ে জেলেরাই সিদ্ধান্ত নিবে, তারা কি করবে। কারন, জেলেরা মাছ ধরা বন্ধ করে দর্জি কাজ এবং ছাগল চড়াবে। আমি এ বিষয়ে সংশ্লিষ্টমন্ত্রণালয়ের সাথে কথা বলবো।

এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্রতুলে ধরেন।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিহিসেবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী,উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামছুল আলম পাটওয়ারীরপরিচালনায় ও সহকারি মৎস্য কর্মকর্তা মো. মাহমুদ মোস্তফার সঞ্চালনায়অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইসচেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জাশিউলী পারবিন মিলি, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীরহোসেন।
এ সময় অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা.আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনমিয়াজী, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী, মানিক হোসেনপ্রধানীয়া, রফিকুল ইসলামসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয়পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।