Home / জাতীয় / রাজনীতি / ছয় ভাই এবার সংসদে
brother 6

ছয় ভাই এবার সংসদে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিন জোড়া আপন ভাই। তারা হলেন নূর-ই-আলম চৌধুরী লিটন ও মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সেলিম ওসমান ও শামীম ওসমান এবং শেখ হেলাল ও শেখ জুয়েল।

মাদারীপুর-১: লিটন (নৌকা) ও ফরিদপুর-৪: নিক্সন (সিংহ)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও সাবেক সংসদ মরহুম ইলিয়াছ চৌধুরীর দুই ছেলে মাদারীপুর-১ (শিবচর) আসনে টানা ষষ্ঠবারের মতো নৌকা প্রতীকে বিজয়ী নূর-ই-আলম চৌধুরী লিটন ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।

মাদারীপুর-১ (শিবচর) আসনে নূর-ই আলম চৌধুরী লিটন নৌকা প্রতীকে ২লাখ ২৭ হাজার ৪৫৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা জাফর আহম্মদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৩৬ ভোট। এছাড়া এ আসনে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩০৫ ভোট।

খুলনা-২: শেখ হেলাল (নৌকা) ও বাগেরহাট-১: শেখ জুয়েল (নৌকা)

শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা-২ আসন থেকে নির্বাচনে অংশ নেন। এই আসনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। আওয়ামী লীগ প্রার্থী ১ লাখ ১২ হাজার ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে ধানের শীষ প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পান ২৭ হাজার ৩৭৯ ভোট।

বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসেরের ছেলে শেখ হেলাল বাগেরহাট-১ আসন থেকে নির্বাচনে অংশ নেন। তিনি ২ লাখ ৫২ হাজার ৬৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে বিএনপি প্রার্থী মো. শেখ মাসুদ রানা পান ১১ হাজার ৪৮৫ ভোট।

নারায়ণগঞ্জ-৪: শামিম ওসমান (নৌকা) ও নারায়নগঞ্জ-৫: সেলিম ওসমান (লাঙ্গল)

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী শামীম ওসমান নৌকা প্রতীকে ৩ লাখ ৯৩ হাজার ১শত ৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী (জমিয়তে ইসলাম) মুফতি মনির হোসেন কাসেমী ৭৬ হাজার ৫শত ৫২ ভোট পেয়েছেন।

নারায়নগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সেলিম ওসমান ২ লাখ ৭৯ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম আকরাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৩৫২ ভোট। নারায়নগঞ্জ-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৫ হাজার ৬১৬ জন। মোট কেন্দ্র ১৭১টি। তাদের বাবা এ কে এম শামসুজ্জোহা সংসদ সদস্য ছিলেন।

পিবিডি/আরিফ
বার্তা কক্ষ
৫ জানুয়ারি,২০১৯

Leave a Reply