Home / চাঁদপুর / চাঁদপুরের মুক্তিযোদ্ধাদের হয়রানির অভিযোগে প্রতিবাদ সভা
freedom-fighter-meeting

চাঁদপুরের মুক্তিযোদ্ধাদের হয়রানির অভিযোগে প্রতিবাদ সভা

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে হয়রানির প্রতিবাদে সভা করেছে চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা।

গতকাল ২ মে বৃহস্পতিবার সকাল ১১টায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ বলেন, সারাদেশের মধ্যে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ।

জৈনক মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ একটি চক্র ঐক্যবদ্ধ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গিয়ে অসহায় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করে যাচ্ছে।

এম এ ওয়াদুদ অভিযোগ করে বলেন, মোস্তফা সাধারণ মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে গিয়ে নিজেই অভিযোগ করে তার সাজানো সাক্ষি দিয়ে হয়রানি করছে। আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে স্মারকলিপি দিবো যেন মোস্তফা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ঢুকতে না পারে। প্রয়োজনে আমরা চাঁদপুরের ঐক্য বজায় রাখতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করবো।

এছাড়াও রোববার (৫ মে) সকাল ১০টায় মোস্তাফার শাস্তির দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপিীপ্রদান করা হবে।

চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবুল কালাম চিশতীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো. মহসীন পাঠান, ইয়াকুর আলী মাষ্টার, মৃনাল কান্তি সাহা, আবুল হাসেম।

সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ইসমাইল হোসেন সিরাজী, সাধন সরকার, আব্দুল মান্নান মিয়াজী, নৌ কমান্ডার বাচ্চু পাটওয়ারী, সুলতান আহমেদ মিয়া, আবদুল্লা হীল বাকী, আব্দুস সাত্তার মাষ্টার, আব্দুল মান্নান সরকার প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট
২ মে ২০১৯