চাঁদপুর মেঘনা নদীতে পাংগাসের পোনা ধ্বংস করে যাচ্ছে একশ্রেণির অসাধু জেলে। এসব ক্ষেত্রে জেলেরা বাঁশের তৈরি ‘চাই’ (মাছ ধরার ফাঁদ) ব্যবহার করছেন বলে জানিয়েছে চাঁদপুর মৎস্য বিভাগ।
এদিকে শনিবার (১৩ এপ্রিল) ভোর ৬টা থেকে দুপুর পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ২৫০ কেজি পাংগাসের পোনা, ৫০ কেজি জাটকা, ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১ টি ট্রলার জব্দ করা হয়েছে।
জব্দকৃত মাছ শহরের মোলহেডে উপস্থিত শতাধিক গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। জাল ও নৌকা বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি জানান, ২৫০ কেজি পাংগাসের পোনা শুধুমাত্র ১টি চাই থেকে উদ্ধার করা হয়েছে। এই চাইগুলো কতটা ভয়ংকর তা নিজ চোখে না দেখলে বোঝানো যাবে না।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলেরা এক একটা ‘চাই’ পেতে প্রতিদিন মেঘনা নদীতে কোটি কোটি পাংগাসের পোনা ধ্বংস করছে। অথচ নদীর এই পাংগাসগুলো এক একটাই ১৮ কেজি, ২০ কেজি হয়।
চাদপুর জেলা মৎস্য কর্মকর্তা এম আসাদুল বাকী জানান, কারেন্ট জাল যেমন ইলিশ ধ্বংস করছে, তেমনি এই ‘চাই’ গুলো পাংগাস মাছ ধ্বংস করছে।
বিশাল আকৃতির ‘চাই’ টি প্রদর্শনীতে দেখানোর জন্য জেলা মৎস্য অফিসে সংরক্ষণ করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, মৎস্য বিভাগ ও কোস্টগাড সদস্যরা অংশ নেন।
স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur