Home / চাঁদপুর / চাঁদপুরে কোস্টগার্ড সদস্যদের ওপর ‘জেলেদের ইট পাটকেল নিক্ষেপ’
jela
ফাইল ছবি

চাঁদপুরে কোস্টগার্ড সদস্যদের ওপর ‘জেলেদের ইট পাটকেল নিক্ষেপ’

চাঁদপুর শহরের পুরাণবাজার রওনাগোয়াল এলাকায় কোস্টগার্ড সদস্যদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেছে কিছু অসাধু জেলে। শনিবার(১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এ হামলার ঘটনাটি ঘটে।

পরে কোস্টগার্ড জেলা টাক্সফোর্সকে বিষয়টি জানালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর নেতৃত্বে প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোস্টগার্ডের সদস্যরা ধারণকৃত ভিডিও দেখে ওই এলাকার জাটকা আড়ৎদার রফিক শেখকে কাছে আসতে বললে সে পেছন থেকে পালিয়ে যায়।

এদিকে সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলা অভিযানে প্রায় ২৫০ কেজি পাংগাসের বাচ্চা, ৫০ কেজি জাটকা,২০,০০০ মিটার কারেন্ট জাল, ১ টি ট্রলার জব্দ করা হয়।

আটক মাছ মোলহেডে উপস্থিত শতাধিক গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। জাল ও নৌকা বিনষ্ট করা হয়। প্রসঙ্গত এই ২৫০ কেজি পাংগাসের বাচ্চা শুধুমাত্র ১টি চাই জাল থেকে উদ্ধার করা হয়েছে। লোভী জেলেরা এক একটা “চাই” পেতে প্রতিদিন কোটি কোটি পাংগাসের পোনা ধ্বংস করছে।

কারেন্ট জাল যেমন ইলিশ ধ্বংস করছে তেমনি এই “চাই”গুলো পাংগাস মাছ ধ্বংস করছে। “চাই” টি প্রদর্শনীতে দেখানোর জন্য জেলা মৎস্য অফিসে সংরক্ষণ করার জন্য প্রদান করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ অাল মাহমুদ জামান, জেলা মৎস্য কর্মকর্তা এম আসাদুল বাকী ও কোষ্টগার্ডের সদস্যরা।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট
১৩ এপ্রিল,২০১৯