Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / আনারসে ভোট চেয়ে যা বললেন ফরিদগঞ্জে স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফায়েল
Tofayel

আনারসে ভোট চেয়ে যা বললেন ফরিদগঞ্জে স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থী তোফায়েল

চাঁদপুর ফরিদগঞ্জে স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকে ভোট চেয়ে গণমাধ্যমকে এক বিবৃতি দিয়েছেন।

প্রিয় ফরিদগঞ্জবাসী, আমি বিভিন্ন প্রতিবন্ধীকতার কারণে দোয়া ও ভোট চাইতে আপনাদের সকলের কাছে পৌঁছতে পারিনি-এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করছি।

দলমত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি বিনীত অনুরোধ,রোববার (২৪ মার্চ) সারাদিন, সকল ভয়ভীতির উর্ধ্বে উঠে ভোট কেন্দ্রে গিয়ে আপনার নাগরিক অধিকার মূল্যবান ভোট প্রদান করুণ। যে চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মাধ্যমে আপনি কাঙ্খিত উন্নয়নের সুফল ভোগ করতে পারবেন বলে মনে করেন তাকেই ভোট দিন।

আমি কথা দিচ্ছি চেয়ারম্যান পদে আমাকে উন্নয়নের প্রতীক আনারস-এ ভোট দিয়ে বিজয়ী করলে, যে কোন মূলে আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করবো। আপনাদের ভোটের আমানত খেয়ানত করবো না। ফরিদগঞ্জবাসীর উন্নয়ন ও জনগনের কল্যাণে আমার বাকী জীবন উৎসর্গ করবো। আমি কোন দলবাজি, সন্ত্রাসী কর্মকান্ডে বিশ্বাস করিনা।

সম্মানীত ভোটারগন, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার বসতবাড়ি ও আমার নিজের উপর ৮/১০ বার হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

গত ২৮ ফেব্রুয়ারি প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী ডিসি অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আমাকে তার চেম্বারে চায়ের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে যান। তিনি সেখানে আমাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য বলেন। তার সাথে কথা বলে নিচে নেমে আসা মাত্রই তার অনুসারী চিহ্নিত সন্ত্রাসীরা আমার উপর ন্যাক্কারজনক হামলা চালায়। ওই হামলায় আমি গুরুত্বর আহত হই।

যার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন। সম্মানিত ভোটারগণ এই ঘটনার বিচারের দায়ভার আমি আপনাদের উপর দিতে চাই। একজন প্রার্থীকে চায়ের দাওয়াতে ডেকে নিয়ে আবার তার উপর হামলা করার মত নেক্কারজনক ঘটনা কিভাবে এই সভ্য সমাজে সম্ভব্য?

প্রিয় ফরিদগঞ্জবাসী, নির্বাচনী প্রচার শুরু হলে প্রতীদ্বন্ধী প্রার্থীর সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা করে ককটেল ফোটায় ও ইটপাটকেল নিক্ষেপ করে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করে। আমার কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

আমার জীবনের নিরাপত্তার স্বার্থে বিধি মোতাবেক আইনি নিরাপত্তা গ্রহণ করি। আমি রিটানিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করে কোন সুষ্ঠু বিচার পাইনি। নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যেনো ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সে বিষয়টি নিশ্চিত করে জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সহায়তা করুন।

আমি সম্মানিত ভোটার-ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ করছি জনগণের কল্যাণে কাজ করার জন্যে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। রবিবার সারা দিন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আমাকে আনারস প্রতীকে ভোট দিন। সবাইকে ধন্যবাদ।

প্রেস বিজ্ঞপ্তি