Home / জাতীয় / রাজনীতি / চাঁদপুরের একটিসহ ৮টি আসনে ধানের শীষ ফাঁকা
bnp nervachon

চাঁদপুরের একটিসহ ৮টি আসনে ধানের শীষ ফাঁকা

নানা কারণে একে একে ৮ আসনে প্রার্থী হারিয়েছে বিএনপি। আদালতের সিদ্ধান্ত অনুয়ায়ী ওই ৮ ধানের শীষ প্রার্থীর কেউই আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী সোমবার (১৭ ডিসেম্বর) হাইকোর্টের এক বেঞ্চ সোনারী ব্যাংকের ঋণ খেলাপী জনিত কারণে তার মনোনয়ন স্থগিত করেছে । এ আসনে নৌকা প্রতীকে লড়ছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শফিকুর রহমান।

ঢাকা-১ আসনের বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশফাকের (ধানের শীষ) মনোনয়নপত্র স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। এ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দেশের শীর্ষ ধনী ও ব্যাক্মিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান।

আশফাকের মতো ঢাকা-২০ আসনের বিএনপির প্রার্থী তমিজ উদ্দিনের নির্বাচনে অংশ নেওয়া আটকে গেছে। তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমেদের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এছাড়াও মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খান রিতার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসির দেয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের ওপর ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে প্রয়াত শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে রিতা নির্বাচন করতে পারছেন না। এর আগে ঋণখেলাপির অভিযোগ এনে রিট করে সোনালী ব্যাংক।

আদালতের নির্দেশে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে প্রতিদ্বন্দ্বীতার সুযোগ পাচ্ছেন না ধানের শীষের কোনও প্রার্থী। এ আসনের প্রার্থী আদমদীঘি উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদারের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে আপিল বিভাগ। এ আদেশের ফলে বগুড়া-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার সহ প্রতিদ্বন্দ্বিতা করবেন ছয় প্রার্থী।

বগুড়া-৭ আসনে প্রার্থিতা ফিরে পেতে শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল হাইকোর্টে রিট করেন। রিটের পরিপ্রেক্ষিতে ৯ ডিসেম্বর হাইকোর্ট তাঁর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন।

এই আদেশ স্থগিত চেয়ে ইসি আবেদন করে আপিল বিভাগে। ওই আবেদনের শুনানি নিয়ে ১১ ডিসেম্বর চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরফলে বাদল আর নির্বাচনে লড়তে পারছেন না।

নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা’র প্রার্থীতা স্থগিত করেছেন হাইকোর্ট।

জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী রশিদুজ্জামান মিল্লাতের মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছে হাই কোর্ট।

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর, ২০১৮

Leave a Reply