Home / চাঁদপুর / চাঁদপুর আইনশৃঙ্খলা কমিটির সভায় যেসব সিদ্ধান্ত জানালেন জেলা প্রশাসক
district-law-and-force-agencies

চাঁদপুর আইনশৃঙ্খলা কমিটির সভায় যেসব সিদ্ধান্ত জানালেন জেলা প্রশাসক

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ১২ জুন বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বিগত সভার কার্যবিবরণ পাঠ, সিদ্ধান্ত এবং অগ্রগতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, চাঁদপুরবাসীর নিরাপত্ত ও শান্তিতে বসবাস নিশ্চিত করণে আমাদের সকলকে কাজ করতে হবে। এখানে কোনো প্রকার দুর্নীতি, মাদক, সন্ত্রাস, ইভটিজিং এসব দুষ্টক্ষত থাকতে পারবে না। যে কোনো অপরাধ প্রতিরোধ ও নিমূলে সচেতন মানুষকে ঐক্যব্ধভাবে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, চাঁদপুরের বিভিন্ন সড়ক থেকে পল্লিবিদ্যুৎতের নামে সরকারি গাছ কেটে ফেলা হচ্ছে। এই অভিযোগটি খতিয়ে দেখা হবে। চাঁদপুর শহরবাসী ভূতুড়ে বিদ্যুৎ বিলের জন্যে হয়রানির শিকার হচ্ছে। এ বিষয়টি সমাধান হওয়া প্রয়োজন। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলবো। কারণ সরকার জনগণকে সহজে সেবা দিতে বদ্ধপরিকর। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, সেবার মানসিকতার পরিবর্তন এসেছে। তাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, মাদক নিমূলে চাঁদপুরকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে আমরা নানা পদক্ষেপ নিয়েছি। এ সংক্রান্ত একটি অ্যাপ তৈরি করা হয়েছে। এখন থেকে এক এক করে বিভিন্ন প্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়নকে মাদক মুক্ত করা হবে। আমরা প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক এই কাজ হাতে নিয়েছি। এজন্যে সকলের সম্মিলিত সহযোগিতা থাকতে হবে।

সভায় আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার আলহাজ্ব মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদু, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী প্রমুখ। সভায় মাদক, অপরাধ, সড়ক দূর্ঘটনা রোধ, যানজট নিরসসহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অতিরক্তি পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সকলের সহযোগিতায় চাঁদপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এজ্যে সকলের কাঝে জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে। তবে বেশ কিছু সড়ক দুর্ঘটনায় ৭জন মানুষ মারা গেছে। যার মধ্যে ৪জন পথচারি। এর পেছনে পথচারিদের সচেতনতার অভাব রয়েছে।

উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাজীগঞ্জ পৌরসভার মেয়র মাহবুবুল হক লিপন, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, জলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ মজিবুর রহমানসহ উপজেলা নির্বার্হী কর্মকর্তাগণ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার দেশের উন্নতি-অগ্রগতির পাশাপাশি মাদক, সন্ত্রাস এবং দুর্নীতি প্রতিরোধ কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে চাঁদপুরেও ব্যাপক উন্নয়ন হয়েছে এবং মাদক ও অপরাধ কমে এসছে।

প্রতিবেদক- আশিক বিন রহিম
১২ জুন ২০১৯