চাঁদপুর শহরের পুরাবাজারে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে রাজ সাহা (১৫) নামে এক কিশোর নিখোজ হয়েছে। রোববার বিকেলে পুরানবাজার রয়েজ রোডস্থ তপাদার রাইছ মিলের ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়ার ৩ ঘন্টা পর স্থানীয় ডুবরিদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর পরিবারের লোকজন রাজকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ জানায়, রাজ সাহা পুরানবাজারের ঘোষপাড়ার ব্যবসায়ী শ্রীবাস সাহার ছেলে। সে পুরাবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্র। বন্ধুদের সাথে খেলাধূলা করে তপাদার অটো রাইচ মিলের ঘাটে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। রাজ সাহা সাতার জানতো না। সে নদীর কিনারায় গোসল করতে গিয়ে ¯্রােতের টানে দূরে চলে যায়। তার সাথে থাকা অনান্য বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও রাজ সাহা মুহূর্তেই তলিয়ে যায়।
পুরানবাজার ফাঁড়ি পুলিশের এস আই জাহাঙ্গীর জানান, খবর ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ডুবরি দলের সদস্যরা ছুটে আসে। প্রায় ৩ ঘন্টা খুজাখুজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে করে ডুবরি দল। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
করেসপন্ডেন্ট, ১৮ আগস্ট ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur