Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে বাইকের ধাক্কায় মারা পড়লো পথচারী : চালকসহ আহত ২
Motoc cycle accident
প্রতীকী ছবি

মতলবে বাইকের ধাক্কায় মারা পড়লো পথচারী : চালকসহ আহত ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চলন্ত বাইকের ধাক্কায় সুধীর চন্দ্র দাস (৭০) নামে এক পথচারী মারা গেছে। উপজেলার সটাকী-ষাটনল বেরীবাঁধ সড়কের উপর রোববার বিকালে এ ঘটনা ঘটে।

এতে বাইক আরোহী ফতুয়াকান্দি গ্রামের আমিন উদ্দিনের ছেলে আরমান (১৫) ও একই গ্রামের আবু সুফিয়ানের ছেলে নাজমুল (২৩) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানা গেছে, রোববার (১৮ আগস্ট) বিকালে সটাকী মালোপাড়া গ্রামের মৃত সুরিন্দ্র চন্দ্র দাসের ছেলে সুধীর চন্দ্র দাস বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় বিপরীতমুখী বাইক এসে তাকে ধাক্কা দেয়। তার মুখমন্ডলে মারাত্মাক জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আকলিমা জাহান তাকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব উত্তর থানার এসআই হানিফ ও এসআই নাহিদ। দিচক্রযানটি থানার হেফাজতে আনা হয়েছে। অপরদিকে এসআই মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুধীর চন্দ্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে বলে থানায় নিয়ে যান বলে জানা গেছে।

করেসপন্ডেন্ট, ১৮ আগস্ট ২০১৯