Home / চাঁদপুর / উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে চাঁদপুরে এলইডি বিলবোর্ড স্থাপন করা হবে
DC Office Chandpur..

উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে চাঁদপুরে এলইডি বিলবোর্ড স্থাপন করা হবে

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

তিনি বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে ডেঙ্গু পরিস্থিতি একটা ভয়াবহ আকার ধারন করেছেন। ডেঙ্গুর এই ভয়াবহতা প্রতিরোধে জন সচেতনতা আরো বাড়াতে হবে। গণ-সচেতনতার অংশ হিসাবেই আমরা আবারো পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করবো। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে ডেঙ্গু বিষয়ে সহ সচেতনতামূলক সভা করতে হবে।

তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারের অংশ হিসেবে এলইডি বিলবোর্ড স্থাপন করা হবে। চাঁদপুর বাসীর জন্য সুপেয় পানির জন্য জেলা পরিষদের নির্ধারিত স্থানে গভীর পুকুর খনন করা হবে। ডিজিটাল বাংলাদেশ অগ্রগতির অংশ হিসাবে ই-নেট ভিত্তিক সকল সরকারি সেবা সম্পর্কে সাধারন জনগনের সম্পৃক্ততা আরো বাড়াতে হবে। বিআইডব্লিউটিএ এর দখলকৃত জমি উদ্ধার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন। তিনি বলেন, চাঁদপুরের বন্যা পরিস্থিতি মোকাবেলায় কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। আসুন সকলে মিলেমিশে জাতির পিতার সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার মোঃ আসাদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুরের সিভিল সার্জন মোঃ শাখাওয়াত উল্ল্যাহ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ এস এম দেলওয়ার হোসেন,

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আনোয়ারুল আজিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ। এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমানসহ সকল উপজেলা নিবার্হী অফিসাররা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক, ১৮ আগস্ট ২০১৯