Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব উত্তর ও দক্ষিণে সিএনজি চালকদের দ্বন্দ্ব চরমে : সংঘর্ষের আশংকা
cngs-statioN..........
প্রতীকী ছবি

মতলব উত্তর ও দক্ষিণে সিএনজি চালকদের দ্বন্দ্ব চরমে : সংঘর্ষের আশংকা

চাঁদপুরের মতলব সেতুর ওপর দিয়ে যাতায়াতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার সিএনজি স্কুটার চালকদের‌্য দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে।

যে কোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন সাধারণ যাত্রীরা।

অনুসন্ধানে জানা যায় মতলব দক্ষিণ উপজেলার সিএনজি চালকরা যাত্রী নিয়ে মতলব সেতুর উপর দিয়ে উত্তর উপজেলায় যাওয়ার চেষ্টা করলে ওই এলাকার চালকরা এতে বাধা দেয়।

মতলব দক্ষিণের একাধিক ড্রাইভার জানান, মতলব সেতুটি চালু হওয়ার সপ্তাহখানেক পর মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সকল প্রকার যানবাহন চলাচল করতে শুরু করে। হঠাৎ করে স্থানীয় কতিপয় ড্রাইভার মতলব দক্ষিণ উপজেলার সিএনজি ড্রাইভাররা যাত্রী নিয়ে উত্তর উপজেলায় যেতে চাইলে যাত্রীদেরকে সিএনজি থেকে নামিয়ে দেয়। অথচ মতলব উত্তর উপজেলার সিএনজি ড্রাইভাররা যাত্রী নিয়ে মতলব সেতুর উপর দিয়ে মতলব দক্ষিণ উপজেলাসহ জেলা শহরে যাতায়াত করে।

সিএনজি চালক শাহপরান, মোঃ সজীব, মোস্তফা ও আবু তাহেরসহ একাধিক ড্রাইভার বলেন, এ নিয়ে উত্তর ও দক্ষিণ উপজেলার ড্রাইভারদের সাথে কয়েকবার বৈঠক করেও সমাধান না হওয়ায় চাঁদপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মতলব দক্ষিণ থানা ও মতলব পৌরসভা বরাবর লিখিতভাবে অভিযোগ করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, মতলব দক্ষিণ
২৫ ফেব্রুয়ারি, ২০১৯