Home / চাঁদপুর / অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবহারে চাঁদপুর ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মশালা

অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবহারে চাঁদপুর ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মশালা

বিভিন্ন সময়ে অনাকাংক্ষিত অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগে আগুন নিয়ন্ত্রণ বিষয়ে চাঁদপুরে অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবহার বিধির উপর কর্মশাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী ফরিদ আহম্মেদ, স্টেশন কমান্ডার মোবারক আলীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্ত কর্মচারী উপস্থিত ছিলেন।

কর্মশালা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অগ্নি নির্বাপণের মহড়া অনুষ্ঠিত হয়। অগ্নি নির্বাপণ মহড়া চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারী পরিচালনা করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা কর্মচারীসহ সর্বস্তরের লোক উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী কর্মকর্তা ফরিদ আহম্মেদ চাঁদপুর টাইমসকে জানান, আমাদের দেশের অনেকেই এখনো দ্রুত আগুন নিয়ন্ত্রনের আনার কৌশল জানেনি। তাই ফায়ার সার্ভিস থেকে অগ্নি নির্বাপণ বিষয়ে কর্মশালা করে মানুষকে সচেতন করা হচ্ছে। আগামিতে এ কর্মশালা অব্যাহত থাকবে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি, ২০১৯