Home / চাঁদপুর / আমরা খুব সহজেই চাঁদপুরকে দারিদ্র্য মুক্ত করবো : মেয়র নাছির
আমরা খুব সহজেই চাঁদপুরকে দারিদ্র্য মুক্ত করবো : মেয়র নাছির

আমরা খুব সহজেই চাঁদপুরকে দারিদ্র্য মুক্ত করবো : মেয়র নাছির

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।বলেছেন,যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আমরা কাজ করে সোনার বাংলা প্রতিষ্ঠা করবো। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাবো। চাঁদপুর শহর অনেক নিরাপদ শহর। কারন আমরা কমিউনিটি পুলিশ সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করেছি, আমরা খুব সহজেই চাঁদপুরকে দারিদ্র্য মুক্ত করবো।

চাঁদপুর পৌরসভার বাস্তবায়নে পিপি আরসি ও পিআইই গ্লোবালের আয়োজনে দরিদ্র-বান্ধব নগর উন্নয়ন অংশীজন কর্মশালা মঙ্গলবার(২৩ এপ্রিল) সকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,দারিদ্র্য বিমোচনের উপর আমরা অনেক কাজ করেছি। যারা দরিদ্র জনগোষ্ঠী প্রতিনিধি রয়েছে তারা অনেকে অনেক কাজ করেছে তার সুফলও আমরা পেয়েছি। চাঁদপুরে পানি ব্যবস্থাপনা আমরা অনেক উন্নতি করেছি। ল্যাবটরী পরীক্ষা করে আমরা পানি সরবরাহ করে থাকি। দারিদ্র বিমোচনের জন্য পৌরসভ অনেক কাজ করেছে। তারপরেও আমি মনে করি আমরা যে কাজ করেছি আমাদের আরো ভালো কিছু করতে হবে।

চাঁদপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ ঘোষ চন্দন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচীব মোঃ অাব্দুল ওয়াজেদ, সাবেক যুগ্ন সচিব আমিনুল ইসলাম,আইপিই গ্লোবাল ইন্ডিয়ার সহ সভাপতি শ্রীপর্ণা শের্নাল আয়া,আইপিই গ্লোবাল ইন্ডিয়ার কর্মকর্তা শুভংকর শীল, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়া,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র রায়,সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, দোকান মালিক সমিতি সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, ডাক্তার মোস্তাফিজুর রহমান।

কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দীন হাওলাদার, প্যাণেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, ডাক্তার এ কিউ রুহুল আমিন, কাউন্সিলর ফরিদা ইলিয়াস সাংবাদিক গোলাম কিবরিয়া জীবন,বিশিষ্ট ব্যবসায়ী পরেশ মালাকার, শ্রমিকলীগ নেতা শাহজাহান চোকদার,অধ্যাপিকা মাসুদা নূর খান, সাবেক কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল, পরিবার পরিকল্পনা প্রতিনিধি বেবি সাহা, রিয়াজ আহমেদ,সিসিডিএস কর্মকর্তা সেলিম পাটওয়ারী।

উপস্থিত ছিলেন প্যানেল মেয়র হুমায়ুন কবির, কাউন্সিলর নাসির চোকদার, ডিএম শাহজাহান,আসলাম তালুকদার, হাবীবুর রহমান দর্জি, মালেক বেপারী, মাইনুল ইসলাম, এ চাঁদপুর পৌরসভার কর্মকর্তা,ককর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মশালায় অংশ গ্রহন করেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি
২৩ এপ্রিল ২০১৯