Home / চাঁদপুর / মুক্তিযোদ্ধে চাঁদপুরে প্রথম শহীদ কালাম-খালেক-সুশীল ও শংকর দিবস পালিত
raly

মুক্তিযোদ্ধে চাঁদপুরে প্রথম শহীদ কালাম-খালেক-সুশীল ও শংকর দিবস পালিত

মহান স্বাধীনতা যুদ্ধে পাকা হানাদার বাহিনীকে মারার জন্যে বুধবার (৩ এপ্রিল) ১৯৭১ সালে বোমা বানাতে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুরের কালাম, খালেক, সুশীল ও শংকর শহীদ হয়েছিলেন।

প্রতি বছরের ন্যায় এবারও এই দিবসটি পালনার্থে ৪ দিন ব্যাপি নানান কর্মসুচি গ্রহন করা হয়েছে।

কর্মসুচির মধ্যে আজ সকাল ৭টায় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সম্মুখ থেকে শোক র‌্যালি শুরু হয়ে নতুন বাজারস্থ মুক্তিস্মৃতি সৌধে গিয়ে শেষ হয় ।

সেখানে বিভিন্ন সংগঠন ও ৮টি উপজেলার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। এর পর শপথ গ্রহন, শিশু কিশোরদের সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা, শহীদদের আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিবসটি উদযাপন কমিটির আহবায়ক সরদার আবুল বাশার, শহীদ কালামের ছোট ভাই জাহিদুল ইসলাম ভুঁইয়া, মুক্তিযোদ্ধা অজিত কুমার দাস, মো: শাহ আলম, শপথ বাক্য পাঠ করান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জীবন কানাই চক্রবর্তী।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট
৩ এপ্রিল,২০১৯