Home / চাঁদপুর / চাঁদপুর হরিণা ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়
Ferighat

চাঁদপুর হরিণা ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়

চাঁদপুর হরিণা ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এমনকি এ নিয়ে কয়েকঘন্টা ফেরি চলাচলও বন্ধ ছিলো বলে জানা গেছে।

জানা যায়, আলোর সমস্যার কারণে ২৩ এপ্রিল রাত সাড়ে ৯ টা থেকে হরিনাফেরিঘাট থেকে ফেরি চলাচল বন্ধ থাকে এই সূযোগে ইজারাদার জুয়েল খানের লোকজন গাড়ি সিরিয়ালের জন্য চালকদের কাছে বাড়তি টোল আদায় করতে থাকে। এক পর্যায়ে চালকরা প্রতিবাদ করলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে সকাল থেকে টোল আদায় কিছুটা কমিয়ে আনা হয়।

কিন্তু সরকারি নিয়ম অনুযায়ি যেখানে ফরিঘাটে নদী পারাপারে টোল আদায়ের কথা ১১০ টাকা সেখানে টোল নিচ্ছে ৩০০ টাকা করে।এমনকি চালকদের প্রতিবাদের পরও ২০০ টাকা করে টোল আদায় করা হয় বলে জানায় চালকরা।

খবর নিয়ে জানাযায়, ইজারাদার জুয়েল খানের লোক আজাদ ও আরো কয়েকজন স্থানীয় লোকজন মিলে প্রায় প্রতিদিনই গাড়ি থেকে বাড়তি টোল আদায় করে থাকে । ফলে চালকরাও অনেকটা বাধ্য হয়ে সিরিয়ালের জন্য বাড়তি টাকা দিতে হচ্ছে।

এব্যাপারে,কয়েকজন চালক জানায় গতকাল রাত থেকে ফরিঘাটে ৩০০ টাকা করে টোল নিচ্ছে পরে সকালে আমরা প্রতিবাদ করলে তারপর পর থেকে তারা এখন ২০০ টাকা করে নিচ্ছে।

টোল আদায়কারী আজাদ জানায়,এটি চালকদের সাথে মিল করেই নেওয়া হচ্ছে।

ইজারাদার জুয়েল খান জানায়, আমি বিষয়টি জানার পর বাড়তি টাকা নেওয়া বন্ধ করে দিয়েছি।

চাঁদপুর বিআইডব্লিউ টিএর কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানায়,আমিও বিষয়টি জেনেছি। এমনকি সাথে সাথে ইজারাদারকে ফোন করে বাড়তি টাকা না নিতে নির্দেশ দিয়েছি।

প্রতিবেদক:কবির হোসেন মিজি
২৪ এপ্রিল ২০১৯