Home / সারাদেশ / বিশ্ব ম্যালেরিয়া দিবস বৃহস্পতিবার
বিশ্ব ম্যালেরিয়া দিবস বৃহস্পতিবার

বিশ্ব ম্যালেরিয়া দিবস বৃহস্পতিবার

বিশ্ব ম্যালেরিয়া দিবস বৃহস্পতিবার ২৫ এপ্রিল। ২০০১ সালের ২৫ এপ্রিল প্রথম পালন করা হয় আফ্রিকা ম্যালেরিয়া দিবস। এর পর ২০০৭ সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির ৬০তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রস্তাবনা করা হয়। এর পর থেকেই প্রতি বছর ২৫ এপ্রিল দিবসটি পালিত হয়ে আসছে।

মশাবাহিত সংক্রামক রোগ ম্যালেরিয়া আমাদের কাছে এখন অতি পরিচিত। রোগটিকে প্রতিরোধে করণীয় সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি ধারণাও রয়েছে। সব ধরনের হাসপাতালেই ম্যালেরিয়ার চিকিৎসা পাওয়া যায়। থানা স্বাস্থ্য কমপেক্স, কমিউনিটি ক্লিনিক অথবা জেলা হাসপাতালগুলোতে ম্যালেরিয়ার চিকিৎসা পাওয়া যায়। সঠিক চিকিৎসা নিলেই ম্যালেরিয়া থেকে মুক্তি পাওয়া সম্ভব।

চিকিৎসকদের মতে,পৃথিবীর প্রায় অর্ধেক মানুষই ম্যালেরিয়া ঝুঁকিতে। এ ঝুঁকিতে বাংলাদেশেরও পৌনে দু’ কোটি মানুষ। স্ত্রী এনোফিলিস মশার কামড়ে প্লাজমোডিয়াম গোত্রের পরজীবী শরীরে প্রবেশ করলে এ রোগ হয়। ম্যালেরিয়ার লক্ষণ সাধারণত কাঁপুনিসহ জ্বর, মাথাব্যথা থেকে শুরু করে খুব গুরুতর ক্ষেত্রে মৃত্যুর কারণ হতে পারে। ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে সুপ্ত অবস্থায় অনেক বছর পর্যন্ত থাকতে পারে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে দক্ষিণ এবং উত্তর-পূর্ব সীমান্তবর্তী ১৩ টি জেলার ৭১টি উপজেলায় ম্যালেরিয়া রোগের মারাত্মক প্রাদুর্ভাব রয়েছে। এর মধ্যে পার্বত্য রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ম্যালেরিয়া প্রবণ এবং কক্সবাজার মধ্য ম্যালেরিয়া প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত।

স্বাস্থ্য অধিদফতরের ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির তথ্য মতে,দেশের ম্যালেরিয়া আক্রান্তে ৯৩ % তিন পার্বত্য জেলায়। ২০১৭ সালের ম্যালেরিয়া রোগীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৮৫ % রোগীই ফ্যালসিপেরাম জীবাণুঘটিত।

ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়ে অর্জন হবে মনে করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। ম্যালেরিয়া নির্মূলে বাংলাদেশে যে প্রস্তুতি নেয়া হয়েছে তা হচ্ছে-২০২১ সালের মধ্যে ১৩টি ম্যালেরিয়া প্রবণ জেলার বার্ষিক সংক্রমণের হার হাজারে শূন্য দশমিক ৪৬-এর নিচে নামিয়ে আনা।একই সময়ে ১৩ টি ম্যালেরিয়া প্রবণ জেলার ৮ টিতে ম্যালেরিয়া সংক্রমণ রোধ করা। ২০২১ সালের মধ্যে ৫১ টি জেলাকে ম্যালেরিয়ামুক্ত নিশ্চিত করা।

বার্তা কক্ষ
এপ্রিল ২৪ , ২০১৯