Home / চাঁদপুর / চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ আহত ৬
Accident

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ আহত ৬

চাঁদপুর সদর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় চালকসহ সিএনজি স্কুটারের ৬ যাত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনাটি ঘটে।

আহতদের লোকজন দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারা হলেন বর সোহরাব, কনে ফারিহা আক্তার, ফরহাদ, রাসেল, মিন্টু ও সাগর । এদের বাড়ি হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকায়।

আহতদের মধ্যে চালক মিন্টু তালুকদারের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের ডিউটি ডাক্তার জানান।

আহতরা জানায়,ময়মনসিংহ জেলার ত্রিশাল এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে ফারিয়া আক্তার সাথে মোবাইল ফোনে পরিচিত হয়ে হাজীগঞ্জের টোরাগড় এলাকার আবদুল্লাহর ছেলে সোরহাব সাথে বিয়ে হয়।

ঢাকা থেকে তারা সোনার তরী লঞ্চযোগে চাঁদপুর আসে।তাদেরকে নেওয়ার জন্যে বরের ছোট ভাই ফরহাদ হোসেনসহ বন্ধুরা সিএনজি নিয়ে লঞ্চঘাটে আসে।ঘাট থেকে সিএনজি স্কুটার নিয়ে বাড়ি যেতে হাজীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে সংঘর্ষ লাগলে স্কুটার রাস্তার উপর উল্টে পড়ে যায়।

চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় অনেকে আহত হয়েছে খবর পেয়ে আমি ও সঙ্গীয় ফোর্স হাসপাতালে আসি এবং ঘটনা সম্পর্কে জেনে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছি।

করেসপন্ডেট
২১ মার্চ,২০১৯