Home / চাঁদপুর / চাঁদপুর জেলার মাজার-খানকা তত্ত্বাবধায়কদের সম্মেলন

চাঁদপুর জেলার মাজার-খানকা তত্ত্বাবধায়কদের সম্মেলন

সমাজের ভেতর সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক, নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে চাঁদপুর জেলা মাজার-খানকা তত্বাবধায়কদের অংশগ্রহণে মঙ্গলবার (২৫ জুন ) দুপুরে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর কার্যালয় এ সম্মেলনের আয়োজন করে।

ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

সভায় বক্তারা সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য ইসলামের দৃষ্টি ভঙ্গি তুলে ধরেন।

করেসপন্ডেন্ট
২৫ জুন ২০১৯