Home / চাঁদপুর / চাঁদপুরে ভালোবাসার মিষ্টি পানে বাবুলের তিন যুগের জীবন-সংসার
babul-dhali-misti-pan
চাঁদপুর শহরের বিভিন্নস্থানে বাবুল মিয়াকে এভাবেই ভালোবাসার মিষ্টি পান বিক্রি করতে দেখাযায়। ছবি : চাঁদপুর টাইমস

চাঁদপুরে ভালোবাসার মিষ্টি পানে বাবুলের তিন যুগের জীবন-সংসার

চাবালেই শান্তি, একবার খেলে আবার খাইতে মন চাইবে, আসুন খেয়ে যান এক খিলি ভালোবাসার মিষ্টি পান। এমনই রসিক কথায় ডেকে ডেকে পান বিক্রি করে বাবুল ঢালী।

বাবুল ঢালীর তার পানের নামকরণ করেছেন, চাবালেই শান্তি ভালোবাসার মিষ্টি পান।

চাঁদপুর শহরের বিভিন্নস্থানে খিলি পান ভর্তি একটি থালা হাতে দেখা মিলে বাবুল ঢালীর। থালা ভর্তি ওই খিলি পানের ওপর বাহারী রঙ্গের মিষ্টি জর্দ্দা সাজানো থাকে। দেখলে যে কারোই পান খেতে ইচ্ছে করবে। বাবুল ঢালীর পানের সৌন্দর্য দেখে অধিকাংশ লোকই শখ করে তার এই ভালোবাসার মিষ্টি পান খেয়ে থাকেন।
তার এই ভালোবাসার এক খিলি মিষ্টি পান ১০ টাকা করে বিক্রি করে থাকেন।

বাবুল দীর্ঘ ৩৬ বছর ধরে এই পান বিক্রি করে স্ত্রী, ছেলে, সন্তান নিয়ে সংসার চালিয়ে আসছেন।

চাঁদপুর শহরের বিভিন্নস্থানে পান হাতে বাবুলের দেখা মিললেও, বিশেষ করে তাকে বেশি দেখা যায়, যে কোন উৎসবে। যেমন বাংলা নববর্ষ, ঈদের ছুটিতে, ভালোবাসা দিবস, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি, বিজয় মেলা এবং যে কোন মেলাসহ বিভিন্ন বিশেষ দিনের উৎসবে।

সেদিন চাঁদপুর বড় স্টেশন মোলহেডে পান হাতে বাবুলের সাথে দেখা হয় এই প্রতিবেদকের সাথে। দেখাযায় অনেকেই তার নজর কাড়া পান ক্রয় করে খাচ্ছেন। ভালোবাসার মিষ্টি পান চাবালেই শান্তি কথাটি শুনে অনেকে মিটমিটিয়ে হাসছেন।

বাবুল ঢালী চাঁদপুর টাইমসকে জানায়, তার এই পানের নাম ভালোবাসার মিষ্টি পান চাবালেই শান্তি। প্রতি খিলি পান বিক্রি করেন ১০ টাকা ধরে। প্রতিদিন প্রায় ৭/৮, শ টাকার পান বিক্রি হয়ে থাকে। তার বয়স ৪৫ বছর। এরমধ্যে ৩৬ বছর ধরে এই ভালোবাসার মিষ্টি পান বিক্রি করে সংসার চালাচ্ছেন।

চাঁদপুর শহরের পুরাণ বাজার নিতাইগঞ্জ এলাকায় তার বসবাস। পিতা মোহাম্মদ অলি ঢালী। সংসার জীবনে তিনি পান বিক্রি করে তার চার ছেলে সন্তানকে মাদ্রাসায় লেখা-পড়া করাচ্ছেন।

প্রতিবেদক- কবির হোসেন মিজি
১১ জুলাই ২০১৯