Home / চাঁদপুর / চাঁদপুরে চিকিৎসক নেতা ডা. একিউ রুহুল আমিন আর নেই
aq-ruhul-amin

চাঁদপুরে চিকিৎসক নেতা ডা. একিউ রুহুল আমিন আর নেই

চাঁদপুরের বিশিষ্ঠ চিকিৎসক ও সংগঠক কমিউনিটি পুলিশিং চাঁদপুর জেলার সাবেক সভাপতি, বিএমএ চাঁদপুরের সভাপতি ,রোটারি ক্লাবের সাবেক সভাপতি ও রোটারিয়ান ডা. একিউ রুহুল আমিন ঢাকাস্থ নিজ বাসভবনে ৭ সেপ্টেম্বর ২০১৯ রাত ১২ টা ১৫ মিনিটে ঢাকাস্থ নিজ হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—-রাজেউন)।মৃত্যকালেে তাঁর বযস ছিল ৬৫।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। জানাজা পূর্বক মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চেম্বার সভাপতি জাহাঙ্গীর অাখন্দ সেলিম প্রমুখ।

ডা.রুহুল আমিন ব্যাক্তি জীবনে তিনি একজন হাস্যোজ্জ্বল এবং সদালাপি মানুষ ছিলেন। চাঁদপুর ডায়াবেটিক সমিতি,মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল,বাংলাদেশ মেডিকেল অনার্স অ্যাসোসিয়েশন-বিএমএ, চাঁদপুর রেডক্রিসেন্ট, উদয়ন স্কুলসহ বহু মামাজিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত ছিলেন।

তাঁর মৃত্যুতে মাজহারুল হক বি এন এস বি চক্ষু হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য এবং আজীবন সদস্য ডা. একিউ রুহুল আমিনের মৃত্যুতে হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য, পরিচালনা পর্ষদ, আজীবন সদস্য এবং হাসপাতালের মেডিকেল অফিসার ও কর্মকর্তা-কর্মচারীগণ গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।

strong> প্রেস বিজ্ঞপ্তি, ৭ সেপ্টেম্বর ২০১৯