Home / চাঁদপুর / চাঁদপুর পরিবহন মালিক-শ্রমিকদের যেসব সতর্কবার্তা দিলো পুলিশ সুপার
SP Jehadul Kobir
চাঁদপুর পুলিশ সুপার জিহাদুল কবির।

চাঁদপুর পরিবহন মালিক-শ্রমিকদের যেসব সতর্কবার্তা দিলো পুলিশ সুপার

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার পরিবহন (বাস, লঞ্চ ও সিএনজি) মালিক, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও এ বিভাগের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সাথে চাঁদপুর জেলা পুলিশের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর শহরের জনগনের নিরাপদ বসবাস নিশ্চিত করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সরকার চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় নাই তাই আমরাও চাঁদাবাজির ব্যাপারে জিরো টলারেন্সে (সহ্য করা হবে না) কাজ করে যাচ্ছি। এ শহরের পুলিশেরাও যদি এধরনের চাঁদাবাজি বা অপকমের্রর সাথে জড়িত থাকে তাহলে সুস্পষ্ট প্রমানসহ আমাদেরকে জানান তা অবশ্যই রুখে দেওয়া হবে।

তিনি আরো বলেন, চাঁদপুর শহরকে দেখা হয় লঞ্চ থেকে পল্টুনে নেমে আর সেই পল্টুন থাকবে সবসময় পরিষ্কার। সেখানে কোনরকম হকারদের রাজত্ব থাকতে পারবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি শীঘ্রই এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।

পুলিশ সুপার বলেন অবৈধ কোন সিএনজি চালিত অটোরিক্সা চলতে দেওয়া হবে না এবং ফুটপাত দখল করতে দেওয়া হবে না। আসন্ন ঈদ-উল-ফিতরে সাধারণ জনগণ যেন নির্বিঘেœ যাতায়াত করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নিজ নিজ স্থান থেকে যথাযথ দায়িত্ব পালন করতে বলেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: জাহেদ পারভেজ চৌধুরী, সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল মো: শেখ রাসেল,সহকারি পুলিশ সুপার মতলব সার্কেল মো: আহসান হাবিব, সহকারি পুলিশ সুপার (সদর) শাকিলা ইয়াসমিন সূচনা,সহকারি নৌ পুলিশ সুপার মো: ইসমাইল মিয়া, কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার ফয়সাল বিন রশিদ, জেলা ক্যাব এর সভাপতি জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসিম,

বিআইডব্লিউ এর পোর্ট অফিসার (নদী বন্দর) মো: আব্দর রাজ্জাক, পুলিশ পরিদর্শক মো: মাহবুবুর রহমান মোল্লা, নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সিরাজুম মোস্তফা, রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ মো: সরওয়ার আলম, পুরাণ বাজার ফাঁড়ি ইনচার্জ মো: শহীদ হোসেন, হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন, চাঁদপুর সদর টি আই ফয়সাল আহম্মেদ, লঞ্চ মালিক সমিতির এম এ বারী খান, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল চন্দ্র সাহা নৌ-যান শ্রমিক লীগ সভাপতি মো: বিপ্লব সরকার, জেলা ট্রাক মালিজ ইউনিয়ন সভাপতি আলহাজ্ব মমিন মিয়া, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি কাজী শাহরিয়ার হোসেনসহ প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০১৯