Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদরে অর্ধ-কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ
TAQWA

চাঁদপুর সদরে অর্ধ-কোটি টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ

চাঁদপুর সদরের পশ্চিম কল্যান্দি গ্রামে পুরান বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব আবদুল হাকিম বেপারীর বাড়িতে অর্ধ-কোটি টাকা ব্যয়ে ‘ তাকওয়া জামে মসজিদ’ নামে একটি অত্যাধুনিক মসজিদ নির্মাণ হচ্ছে ।

বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবদুল হাকিম বেপারী ২০১৬ সালে এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। বর্তমানে এর ৫০% কাজ সম্পন্ন হয়েছে।

ইউপি সদস্য মো.মমিন বেপারীর তথ্য মতে জানা যায়, ১৯৭০ সালে এ মসজিদটি টিন সেডওয়ালে পাঞ্জেগানা মসজিদ হিসেবে নির্মিত হয়েছিল। এলাকার মুসল্লিদের চাহিদা পূরণে ২০১৬ সালে এটি ৪ তলা ভীতে নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয় ।

প্রায় ওয়াকফ করা ১৫ শতাংশের মধ্যে ৮ শতাংশ ভূমির ওপর সাড়ে ৩২ ফিট স্কয়ারে প্রতি ভীতে অন্তত: ৪ শ’ মুসল্লি এক সাথে জামাতে নামাজ আদায় করতে পারবে।

আধুনিক অবয়বে এর ২ টি দরজা, ১৩টি জানালা ও চার পাশে কালো থাই-গ্লাস থাকবে। প্রতি ফেøার থাকবে টাইস করা।ওজুখানা,উন্নত স্যানিটেশন ব্যবস্থা ও পেশ ইমামের জন্যে সংরক্ষিত কক্ষও থাকবে ।

ইউপি সদস্য মো.মমিন বেপারী বলেন, ‘ অত্যাধুনিক এ মসজিদটি নির্মাণে ্এলাকার বেশ ক’জন সামর্থ্যবান মুক্তদান করেছেন। কেউ যদি আল্লাহ’র ঘর মসজিদ নির্মাণে মুক্তহস্তে দান করতে চাইলে করতে পারেন।’

প্রতিবেদক : আবদুল গনি
৫ অক্টোবর , ২০১৮ শুক্রবার
এএস

Leave a Reply