চাঁদপুর সরকারি জেনালের হাসপাতালে চিকিৎসাধীন চাঁদপুর টাইমসের সিনিয়র করেসপন্ডেন্ট ও দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক শরীফুল ইসলামকে সোমবার (২৯ মে) দেখতে গিয়েছেন চাঁদপুর টাইমস পরিবার।
চাঁদপুর টাইমস প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহ-সম্পাদক আবদুল গনি, প্রধান বার্তা সম্পাদক মুসাদ্দেক আল আকিব, নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন।
প্রসঙ্গত, গত ১৯ মে দুপুরে চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক শরীফুল ইসলাম।
পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারী হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১০ :০০ পিএম, ৩০ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur