Home / চাঁদপুর / চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল স্বাভাবিক
Launch tarminal Eid
ফাইল ছবি

চাঁদপুরসহ সারাদেশে লঞ্চ চলাচল স্বাভাবিক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘মোরা’ প্রভাব হ্রাস পাওয়ায় এবং আভ্যন্তরীন সতর্ক সংকেত ২ হওয়ার কারণে চাঁদপুর থেকে ঢাকাগামী সকল ধরণের লঞ্চ চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকেল থেকে ঢাকা-চাঁদপুর ও দক্ষিণাঞ্চলগামী আটকা পড়া যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হওয়ার কথা জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

চাঁদপুর জেলা নৌ-বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ঘূর্ণিঝড় ‘মোরা’ প্রভাবে সোমবার বিকেল থেকে চাঁদপুরসহ সারা দেশের লঞ্চ চলাচল বন্ধ ছিলো। ৩০ মে মঙ্গলবার ঘূূর্ণিঝড়টি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ায় বিকেল ৩টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়।’

এদিকে লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা হওয়ার পর বিকেল থেকেই যথারীত আগের সময়সূচি অনুযায়ী চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্যে বেশ কিছু লঞ্চ ছেড়ে যায়।

আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ৪৩ পিএম, ৩০ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply