বৃহষ্পতিবার (১৫ ডিসেম্বর) ৯ হাজার ৪৭৮ সিনিয়র স্টাফ নার্স সারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে যোগদান করেছেন।
এদিন তাঁরা স্ব স্ব কর্মস্থলে জেলার সিভিল সার্জন, হাসপাতালের পরিচালক ও তত্ত্বাবধায়কদের কাছে যোগদানপত্র দাখিল করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১০ হাজার নার্স নিয়োগের মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এতো বিপুল সংখ্যক নার্স নিয়োগ দেয় সরকার। এর মধ্য দিয়ে সরকারি হাসপাতালগুলোতে নার্স সংকটের সমাধানের পথে কয়েক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
১৮ হাজার ৬৩ জন আবেদনকারীর মধ্যে ৩ জুন লিখিত এবং পরে এক মাসব্যাপী মৌখিক পরীক্ষা শেষে ৯ হাজার ৪৭৮ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগের জন্য সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন।
এরই প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে সারা দেশের হাসপাতালগুলোতে তাঁদেরকে পদায়ন করা হয়।
নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ০৭ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur