মঙ্গলবার সন্ধেয় মুম্বইয়ের ভায়ান্ডারে এভায়ান্ডারের প্ল্যানেটোরিয়া কমপ্লেক্স আবাসনে টানটান উত্তেজনা দেখা দিল। ২০ বছরের এক তরুণের প্রতিবেশীর বাড়িতে হামলার চেষ্টা ঘিরে এই উত্তেজনা দেখা দেয়।
মায়ের অপমানের প্রতিশোধ নিতে ওই তরুণ ফিল্মি কায়দায় দেওয়ার বেয়ে প্রতিবেশীর ফ্ল্যাটে পৌঁছনোর চেষ্টা করেন।
পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী এক মহিলা সামান্য ঝগড়ার পর তার মাকে চড় মেরেছেন।একথা জানতে পেরে ধোনি গোপাল নামে ওই তরুণ তলোয়ার হাতে নিয়ে ওই মহিলার ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন।
ওই মহিলার বাড়িতে পৌঁছন তিনি।
কিন্তু ওই মহিলা দরজা না খোলায় ধোনি আবাসনের সামনের দেওয়ালের রেলিং বেয়ে তিনতলায় পৌঁছে যান। কিন্তু ওই মহিলার বাড়িতে ঢুকতে না পেরে অবশেষে নেমে আসেন তিনি। তবে তার আগে ওই মহিলার অ্যাপার্টমেন্টের জানালা ভেঙে দেন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন ওই তরুণকে পুলিশের হাতে তুলে দেন। (সূত্র- এবিপি)
ভিডিওটি দেখুন…..
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur