কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) সকালে নগরীর কান্দিরপাড় পুবালী চত্তরে পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
হোসাগী জাহান তনু হত্যার ৬ মাস পুর্ণ হওয়ায় এ প্রতিবাদ সমাবেশ করা হয়।
গনজাগরন মঞ্চ কুমিল্লার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গনজাগরণ মঞ্চ কুমিল্লার আহবায়ক খায়রুল আনাম রায়হান, তনুর মা আনোয়ারা বেগম ও ছোট ভাই আনোয়ার হোসেন।
তনুর মা আনোয়ার বেগম তার মেয়ে হত্যার ৬মাস পেরিয়ে গেলেও দোষীদের গ্রেফতার ও বিচার না হওয়ায় ক্ষোভ জানান। একই ক্ষোভ জানান ছোট ভাই আনোয়ার হোসেন। তারা অবিলম্বে ডিএনএ প্রতিবেদন অনুযায়ী তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবী জানান।
প্রসঙ্গত গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের বাসার পাশের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। ২১মার্চ কুমিল্লা মেডিকেল কলেজে তার প্রথম ময়নাতদন্ত করা হয়। ওই দিন অজ্ঞাতদের আসামি করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ড অফিস সহায়ক ইয়ার হোসেন।
গত ৩০ মার্চ দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য তনুর লাশ জেলার মুরাদনগরের মির্জাপুর গ্রামের কবর থেকে উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
গত ৪ এপ্রিল দেয়া হয় প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন। ওই প্রতিবেদনে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত না থাকায় সমালোচনার মুখে পড়ে ফরেনসিক বিভাগ।
১৬ মে তনুর কাপড়ে ৩ পুরুষের শুক্রানু পাওয়া যাওয়ার খবর সিআইডির কুমিল্লা অঞ্চলের বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর আবারো আলোচনায় উঠে আসে প্রথম ময়নাতদন্তের প্রতিবেদন।
১২ জুন ২য় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে তদন্ত কর্মকর্তা গাজী ইব্রাহীমকে পরিবর্তন করে সিআইডির এডিশনাল এসপি জালাল উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়।
স্টাফ করেসপন্ডেন্ট কুমিল্লা।।আপডটে, বাংলাদশে সময় ১১:০০ পিএম,২০ সেপ্টেম্বন ২০১৬ মোঙ্গলবার
এইউ