চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের পশ্চিমে বর্মপাড়ায় একটি বেকারিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত আড়াইটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বেকারির মালিক আবু তাহের দাবি করেছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা চালান। পরে খবর পেয়ে রাত ৩টায় হাজীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে ভোর ৫টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হাজীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সিদ্দিকুর রহমান জানান, ‘ধারণা করা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে বেকারিতে থাকা সব মালামাল পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
প্রসঙ্গত, ওই রাতেই চাঁদপুর বঙ্গবন্ধু সড়কে তেলের লরি থেকে ভয়বাহ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে চাঁদপুরে দুটি ও হাজীগঞ্জ মিলিয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৫:২০ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
চাঁদপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রতিবেদনগুলো ক্লিক/টাচ্ করে পড়ুন….
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur