Home / জাতীয় / দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খান গ্রেফতার
দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর খান গ্রেফতার

দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খান গ্রেফতার

শিক্ষাবিষয়ক অনলাইন পোর্টাল দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে আইসিটি অ্যাক্টে রমনা থানায় দায়ের করা একটি মামলায় তাকে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর শিক্ষা ভবনের সামনে থেকে গ্রেফতার করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুনের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হলো বলে জানায় পুলিশ সূত্র।

দেশের বিভিন্ন প্রধান সারির দৈনিকে সুনামের সাথে সাংবাদিকতার ক্যারিয়ার সিদ্দিকুর রহমান খানের। শিক্ষা বিটের উল্লেখযোগ্য রিপোর্টারদের মধ্যে তিনি একজন। ভূষিত হয়েছেন একাধিক পুরস্কারে।

পরে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম দৈনিক শিক্ষা ডটকম প্রতিষ্ঠা করে এর সম্পাদকের দায়িত্ব পালন করছেন এই সুপরিচিত সাংবাদিক।

তার অপর দুই ভাইও সাংবাদিকতা জগতে সুনামের সঙ্গে কাজ করছেন।

পুলিশ জানায়, গত ২৯ আগস্ট সিদ্দিকুর রহমান খানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) অফিদফতরের সাবেক ডিজি ফাহিমা খাতুন।

মামলার অভিযোগ বলা হয়, ‘ফাহিমা খাতুন মাউমশি’তে থাকাকালীন সময় বিভিন্ন রকম মানহানিকর খবর প্রকাশ করেছিল দৈনিক শিক্ষা ডট কম।’

প্রসঙ্গত, ফাহিমা খাতুন বর্তমান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বোন এবং ব্রাক্ষ্মণবাড়িয়ার সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরীর স্ত্রী। (উৎস বাংলা নিউজ ও বাংলা ট্রিবিউন)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৭:৩০ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply