‘মাস্তানি’ চলচ্চিত্রে মৌসুমী হামিদকে নিয়ে অ্যাকশন দৃশ্যের পোস্টার করা হয়েছে যেখানে অনুকরণ নয় পুরো ‘কাট পেস্ট’ করার অভিযোগ পাওয়া গেছে। সেখানে পর্নোস্টার সানি লিওনের মাথা কেটে মৌসুমী হামিদের মাথা জোড়া লাগানোর প্রমাণ মিলেছে।
ফিরোজ খান প্রিন্স পরিচালিত নতুন চলচ্চিত্র ‘মাস্তানি’তে চলচ্চিত্রের পোস্টারে নকলের অভিযোগ পাওয়া গেছে। সেখানে শুধু মাথা কেটে জোড়া লাগানো হয়েছে তা নয়, রীতিমতো পোষাক ও ফটোশপের (ফটো এডিট অ্যাপ্লিকেশন) মাধ্যমে পেষাকের রঙ পরিবর্তন করা হয়েছে।
সাবেক ইন্দো-কানাডিয়ান পর্ন অভিনেত্রী সানি লিওনের শরীর ছবির পোস্টারে জুড়ে দিয়ে সেখানে বাংলাদেশি অভিনেত্রী মৌসুমী হামিদের মাথা বসানো হয়েছে। ইতিমধ্যে ছবির পোস্টার ও সানি লিওনের সেই ছবি নিয়ে সোশাল মিডিয়ায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।
‘মাস্তানি’ চলচ্চিত্রে মৌসুমী হামিদকে নিয়ে অ্যাকশন দৃশ্যের পোস্টার করা হয়েছে যেখানে অনুকরণ নয় পুরো ‘কাট পেস্ট’ করার অভিযোগ পাওয়া গেছে। মৌসুমী হামিদ ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী মারুফ, মৌমিতা, ইলিয়াস কোবরা।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৩:৩০ এএম, ১৫ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur