ইংল্যান্ডের বুপা ক্রমওয়েল হাসপাতালে সফলভাবে শেষ হয়েছে বাংলাদেশের পেস বোলিং সেনসেশন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার।
বাংলাদেশ সময় রাত ১০টায় অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে মুস্তাফিজের অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এ সময় হাসপাতালে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। মোস্তাফিজের রোগ মুক্তি কামনা করে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, আসন্ন ইংল্যান্ড সিরিজে নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া হবে বলেও নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি পাপন।
বিশ্ব ক্রিকেটের বিশ্বয় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। স্বল্প ক্যারিয়ারে গড়েছেন অনেক কীর্তি। দেশের গন্ডি পেরিয়ে সমর্থকদের মন জুড়িয়েছেন অজস্র বার।
আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা উপহার দিয়েছেন। পেয়েছেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। এরপর সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে যান মুস্তাফিজ। প্রথম ম্যাচেই এসেক্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে বাজিমাত করেন ফিজ। কিন্তু পরের ম্যাচেই সারের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন কাটার মাস্টার।
যে মোস্তাফিজের বিধ্বংসী কাটারে প্রতিপক্ষের বাঘা বাঘা সব ব্যাটসম্যান হয়েছেন কুপোকাত। সেই তাকেই জীবনে প্রথমবার যেতে হল ছুড়ি কাচির নিচে। দেশের সম্পদ মুস্তাফিজকে দ্রুততম সময়ের মধ্যেই সুস্থ করে মাঠে ফেরাতে চায় বিসিবি। তাইতো ইংল্যান্ডে অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের সরনাপন্ন হয় ক্রিকেট বোর্ড।
কাটার মাস্টারের পাশে থাকতে ইংল্যান্ডে ছুটে গেছেনু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অসাধারণ প্রতিভার অধিকারী মোস্তাফিজের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
গুলশানে হলি আর্টিজানে হামলার পর থেকেই নিরাপত্তা ইস্যুতে আসন্ন ইংল্যান্ড সিরিজ নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। তবে, এসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি।
সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার ঢাকায় ফেরার কথা রয়েছে মোস্তাফিজের। এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ এএম, ১২ আগস্ট ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur