চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে তারবিয়াতুল উম্মাহ হিফজ মাদ্রাসার দোয়া ও মিলাদের মাধ্যমে শুক্রবার (১৫ জুলাই) সকালে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা নিজামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন ঢাকা যাত্রাবাড়ির মসজিদে নুরের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু বকর ছিদ্দিক রাশেদ।
মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে ও আইনজীবী সহকারী আকবর হোসেন বাসুর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, ব্যবসায়ী অ্যাড. আবুল কালাম আজাদ, হাইমচর উপজেলার সচিব ওয়ালী উল্ল্যাহ পলাশ, ১২ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন মিয়াজী, জাফর উল্লাহ মাষ্টার , জহিরুল হক।
উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের, ব্যাবসায়ী শফিকুর রহমান বেপারী, জেলা ছাত্রদল নেতা আবু তাহের আহমেদ সোহাগ প্রমুখ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]: আপডেট, বাংলাদেশ সময় ১১:০৫ পিএম, ১৫ জুলাই ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur