পবিত্র মাহে রমজানে হাজীগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল শনিবার (৯ জুন) স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি’র সভাপতিত্বে ও সহ সভাপতি কানন চৌধুরী’র পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ রোট্যা. আহসান হাবীব অরুন।
এ সময় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম, সাবেক ছাত্র নেতা তছলিম আলম শিশির, শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মো. জুনায়েদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী খোকা, সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন মজুমদার খোকন, পৌর ছাত্র নেতা আলাউদ্দিন মজুমদার খোকন, সাজ্জাদ হোসেন রাব্বী, ইসমাঈল হোসেন অভি, রাসেল, রাকিব, আলামিন, নাজমুল, তপন ও সজিবসহ পৌর এবং ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur