ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে শুক্রবার থেকে শনিবার (২১ মে) বিকেল পর্যন্ত টানা বর্ষণে চাঁদপুর শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে পানি আটকে থাকায় মহল্লার রাস্তাগুলি পানিতে তলিয়ে যায়।
এতে করে শত শত মানুষের জীবন যাত্রায় নেমে আসে দুর্ভোগ। নৃত্যদিনের কাজ করা শ্রমিকরা কাজকর্ম করতে না পেরে পোহাতে হচ্ছে বিড়ম্বনা।
শহর-শহরতলী বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, অবিরাম বর্ষণে চাঁদপুর শহরের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ে। নেমে আসে স্থবিরতা।
বৃষ্টি শেষ হলে জনজীবন কিছুটা ব্যস্তময় হয়ে পড়ে এবং আবাসিক এলাকার শত শত মানুষ জলাবদ্ধতায় দুর্ভোগের শিকার হন।
এদিকে টানা বর্ষণে ব্যবসায়ীরাও ক্রেতা সংকটের কারণে অবসর সময় কাটিয়েছেন কিছুটা হতাশার মধ্যে।
চাঁদপুর শহরের নাজির পাড়া এলাকায় গিয়ে দেখা যায়, বৃষ্টির পানি হাটু পর্যন্ত জমে আছে।
এ স্থানের এলাকাবাসী অভিযোগ, সরকারি কর্মচারীদের চাইতে সবচেয়ে বেশি বহিরাগতরা অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণ করছে। এতে করে পানি নিষ্কাষন বন্ধ হয়ে যাওয়ায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
]শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪৫ পিএম, ২১ মে ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur