শাহরুখের ছোট ছেলে আব্রামকে একটু আদর করতে তাদের বাড়ি ছুটে যান বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও পরিনীতি চোপড়া। কিন্তু গিয়ে দেখলেন ছোট্ট আব্রম ঘুমাচ্ছে।
কিন্তু কি আর করা তার জন্য জমিয়ে রাখা সোহাগ বাবা শাহরুখকেই দিয়ে এলেন এ দুই নায়িকা। শাহরুখের দুই গালে একের পর এক চুমু খেতে থাকেন এ দুই নায়িকা।
মূলত শাহরুখের নতুন ছবি ‘ফ্যান’ মুক্তির পর আব্রামকে দেখতে যান আলিয়া ও পরিনীতি। তাদের ইচ্ছা ছিল আব্রামকে আদরে চুমুতে ভরে দেবেন। কিন্তু সেদিন তারা যখন গেলেন তখন আব্রাম ঘুমোচ্ছে। তাই কী আর করা, দুই নায়িকা তাদের জমানো আদর ঢেলে দিলেন আব্রামের বাবা শাহরুখের দুই গালেই। আর চুমুতে ভরে গেল শাহরুখের গাল।
তখনই পরিনীতি তুলে ফেললেন সেই মুহূর্তের সেলফি। আর সেই ছবি টুইটারে পোস্ট করে লিখলেন, ‘আব্রাম ঘুমোচ্ছে। তাই অগত্যা এই দুটো গালই ভরে দিলাম ভালোবাসায়!’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur