Home / জাতীয় / রাজনীতি / গণমাধ্যম চাপের মুখে নেই : তথ্যমন্ত্রী
Inu
ফাইল ছবি

গণমাধ্যম চাপের মুখে নেই : তথ্যমন্ত্রী

শফিক রেহমান, শওকত মাহমুদ ও মাহমুদুর রহমানকে সাংবাদিকতার কারণে গ্রেপ্তার করা হয়নি। তাঁদের বিরুদ্ধে সাংবাদিকতার বাইরে বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যম চাপের মুখে নেই। মতপ্রকাশের ভিন্নমত চর্চার আইনগত অধিকার ভোগ করছে।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ২০১৫ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া হয়। এতে বলা হয়, প্রতিবেদনটি আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার সঠিক প্রতিফলন নয়।

মার্কিন প্রতিবেদনকে দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি তথ্যনির্ভর নয়। কেননা, ​বাংলাদেশে গণতন্ত্র সংকুচিত নয়, এখানে উগ্রবাদীদের ছাড়া সব মতের জায়গা আছে। সরকার বিচারবহির্ভূত হত্যা সমর্থন করে না। জঙ্গি দমনে সরকার কঠোর, কোনো ছাড় দিচ্ছে না। বাল্যবিবাহ বন্ধ, শ্রমের মান ও পরিবেশের উন্নয়ন, লিঙ্গবৈষম্য দূর, শিশুশ্রম নিরসনে কাজ করছে সরকার। গণমাধ্যম আইনের মধ্যে থেকে স্বাধীনতা ভোগ করছে।
: আপডেট ২:০০ পিএম, ১৭ এপ্রিল ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply