ভালোবাসাকে অস্বিকার করায় প্রেমিকার সাথে অভিমান করে চাঁদপুরে আরিফ নামে এক যুবক বিষ পানে আত্মহত্যার চেষ্টা করার খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ এপ্রিল) শুক্রবার ভোর চাঁদপুর হাইমচর উপজেলাধীন আলগী ইনিয়নে গন্ডামারা গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই বাড়ির দুলাল বেপারীর ছেলে আরিফ বেপারী একই গ্রামের আলগী দ্বীনিয়া মাদ্রাসার সামনে গাজীর বাড়ির জান্নাত আক্তারের সাথে কিছুদিন পূর্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে । হঠাৎ করে বুধবার রাতে জান্নাত আরিফের ভালোবাসাকে অস্বিকার করে ।
৬ টায় ঘরে থাকা কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। আরিফে মা দেখে ডাক চিৎকার করলে । পরে এলাকাবাসী তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে ।
ব্যাপারে আরিফের মা সুত্রে জানাযায় যে, আমার ছেলে সামান্য রাজমেস্ত্রীর কাজ করে । তার আয়ের ওপর আমাদের সংসার নির্ভর করে । তার মুখে আমী জান্নাত নামের একটি মেয়ের কথা শুনেছি আরিফের সাথে প্রেমের সম্পর্ক ছিলো কিন্তু সে মেয়ে আমার ছেলের সাথে প্রতারণা করায় সে অভিমানে আত্মহত্যার চেষ্টা চালায়।
মো. জাবেদ হোসেন [/author]
: আপডেট ৮:৩৬ পিএম, ৯ মার্চ ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur