Home / কৃষি ও গবাদি / তনু নামের একটি মেয়ে ছিলো ।। শাহিদুল সোহেল
তনু নামের একটি মেয়ে ছিলো ।। শাহিদুল সোহেল
ফাইল ছবি

তনু নামের একটি মেয়ে ছিলো ।। শাহিদুল সোহেল

 

 

(১)

তনু নামের একটি মেয়ে ছিলো….

ভুবন ডাঙ্গার গান ছিলো

এক চিলতে চাঁন ছিলো।

তনুর চোখে স্বপ্ন ছিলো

কাজল কালো ভ্রমর ছিলো

গল্প ছিলো, কবিতা ছিলো।

 

(২)

তনু নামের একটি মেয়ে ছিলো….

কিন্তু সেই তনুটা কোথায় গেলো?

মেঘে মেঘে রটে গেলো

ঢেউয়ে ঢেউয়ে ভেসে গেলো

কেউ মুখ খুললো না, কেউ বললো না।

অথচ সবাই জানতো।

শুধু সেই তনুটাই, ঐ লক্ষ্মী পরিটাই জানতো না-

একদল হায়েনা ওৎ পেতে ছিলো

শুধু তনুটাই জানতো না-

তাকে পালাক্রমে ধর্ষণ করা হবে।

খুন করা হবে।

শুধু তনুটাই জানতো না।

বাকী সবাই জানতো-

শুকুরের শায়েস্তা হবে না।

হায়েনার দমন হবে না।

শুধু তনুটাই জানতো না

বাকী সবাই জানতো-

তনুর গল্প গুলোকে, কবিতা গুলোকে, ছন্দ গুলোকে-

আর সাতরঙা ঘুংরো গুলোকে

একে একে বুট দিয়ে পিষে ফেলা হবে।

শুধু তনুটাই জানতো না

বাকী সবাই জানতো-

শ্লোগানে শ্লোগানে মুখরিত বন্ধুদের কণ্ঠস্বর রদ করা হবে।

 

(৩)

প্রিয় চৈত্রের কালো রাত

অত:পর তনুকে কোথাও খোঁজে পাবো না ভেবে

তনুর নাম একটি সকরুণ চিরকুটে লিখে রাখলাম…

যেদিন তনুকে আর কোথাও পাওয়া যাবে না

সেদিন সেই চিরকুটের কালো কালো অক্ষর গুলো

কেঁদে কেঁদে বলে যাবে-

আমাকে বিক্রি করা হয়েছে –

এক টুকরো খাস জমিনের বিনিময়ে

আমাকে কেনা হয়েছে-

বুটের বিনিময়ে, ভঙ্গুর গণতন্ত্র আর কাটাতারের বিনিময়ে।

 

লেখক : শাহিদুল সোহেল, নাট্য সংগঠক, 01773002219, কুমিল্লা।

 

||আপডেট: ১০:৩৫  অপরাহ্ন, ০১ এপ্রিল ২০১৬, শুক্রবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Leave a Reply