Home / স্বাস্থ্য / যৌন উত্তেজক ট্যাবলেট ভায়গ্রার অজানা তথ্য
যৌন উত্তেজক ট্যাবলেট ভায়গ্রার অজানা তথ্য

যৌন উত্তেজক ট্যাবলেট ভায়গ্রার অজানা তথ্য

ভায়াগ্রার কথা তো অনেক শোনেন। অনেক আলোচনা এই শব্দ নিয়ে। কিন্তু ভায়াগ্রা সম্পর্কে জানার আছে বেশ কিছু মজাদার তথ্য। যেগুলো জানলে আপনার ভালো লাগবে।

তাই এক ঝলকে জেনে নিন, ভায়াগ্রা সম্পর্কে কিছু অজানা তথ্য।

১) প্রি ম্যাচুওর বেবি অথবা যেসব শিশুর ওজন কম, তাদের ওজন বাড়াতে সাহায্য করে এই ভায়াগ্রা। আসলে ভায়াগ্রাতে আছে নিট্রিক অ্যাসিড। এটা শিশুর শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে।

২) ভায়াগ্রার মাধ্যমে শুধু মানুষের শরীরেই বৃদ্ধি হয় না। ভায়াগ্রা পেলে গাছেরও বৃদ্ধি হয়। যদি গাছে ভায়াগ্রা দেওয়া হয়, তাহলে সেই গাছের বৃদ্ধি হয় এবং আরও সবুজ এবং সতেজ থাকে।

৩) স্মৃতি শক্তি বাড়াতেও ভায়াগ্রা অনেক কাজে লাগতে পারে। কিছু গবেষক এটাও প্রমাণ করেছেন যে, ভায়াগ্রা দিয়ে অ্যালজেইমা সারানো যায়।

৪) ভায়াগ্রা কিন্তু পাকস্থলীর ক্যান্সার রোধ করতে সাহায্য করে।

৫) ভায়াগ্রা শুধু যৌন উদ্দীপনাই বাড়ায় না। ভায়াগ্রা দিয়ে উচ্চ রক্তচাপ এবং জেট ল্যাগ কমানো যায়।

ভায়াগ্রা সেবনে যে দিকগুলো দেখা উচিত:
১) ভায়াগ্রা ভালোবাসা করার এক ঘন্টা আগে খেতে হয়।

২) ভায়াগ্রা খালিপেটে খেতে হয়, না হলে এর কার্যকারিতা কমে যায়।

৩) ভায়াগ্রার সফলতা শতকরা প্রায় ৯০ ভাগ।

৪) ভায়াগ্রা গাড়ী চালানোর আগে খাওয়া ঠিক না কারন এতে ঝিমঝিম ভাব আসে।

৫) ভায়াগ্রা দিনে একবারের বেশী খাওয়া ঠিক না।

৬) আপনার ইয়ে যদি ৪ ঘন্টার ও বেশী দৃঢ় থাকে : তাহলে তাড়াতাড়ি ডাক্তার দেখানো উচিৎ!

৭) আপনি বয়সী হলে, কিডনি বা লিভার সমস্যা, ইদানিং হার্ট এটাক বা স্ট্রোক করে থাকলে এটা খাওয়া ঠিক না।

৮) ভায়াগ্রা খেলে মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, নাক বন্ধ হয়ে আসা এগোলো হতে পারে।

৯) মহিলাদের ভায়াগ্রা খাওয়া অনূচিত!

১০) ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এটি নিষিদ্ধ। (আংশিক সূত্র: কলকাতা)

নিউজ ডেস্ক : আপডেট ৩:৩৬ এএম, ৬ মার্চ ২০১৬, রোববার
ডিএইচ