মেয়র পদে ২ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন ও কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।আগামীকাল ১৫ ফেব্রুয়ারি সোমবার চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ওই পৌরাসভায় প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে গত শনিবার রাত ১২টায়।
গত ৩০ জানুয়ারি প্রতীক পাওয়ার পর প্রচার-প্রচারণায় নেমে পড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এবারের নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন ও কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। দীর্ঘ ১৫ দিনের অবিরাম প্রচারণায় মেতে উঠে শাহরাস্তি পৌর এলাকার জনগণ। অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রচার কাজ চালান বিভিন্ন পদের প্রার্থীরা।
এবার সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পালা। ভোটারদের প্রত্যাশা, শাহরাস্তি উপজেলায় বিগত দিনের ধারাবাহিকতা বজায় রেখে একটি উৎসবমুখর পরিবেশে তারা তাদের নগর পিতা নির্ধারণ করতে পারবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আতাউর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে র্যাব, বিজিবি, পুলিশ মোতায়েন থাকবে।
শাহরাস্তি পৌরসভার ১২টি ওয়ার্ডে ১২ জন কাউন্সিলর, ৪টি সংরক্ষিত ওয়ার্ডে ৪ জন মহিলা কাউন্সিলর ও ১ জন মেয়র নির্বাচিত করতে আগামী ১৫ ফেব্রুয়ারি ভোট প্রয়োগ করবে ২৬ হাজার ৩৮ জন ভোটার।
এবারের প্রচারে প্রার্থীরা বিভিন্ন পদ্ধতিতে ভোটারদের মন জয় করতে নানা কৌশল অবলম্বন করেন। এর মধ্যে কন্ঠশিল্পী মমতাজ, ভাষ্যকার মাজহারুল ইসলামের কণ্ঠ এলাকাবাসীর মন মাতিয়েছিলো বিগত ক’দিন ধরে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়র পদে ২ জন প্রার্থী বিএনপি মনোনীত মোঃ মোস্তফা কামাল ও আওয়ামী লীগ মনোনীত হাজী আবদুল লতিফ প্রতি ওয়ার্ডে তাদের গণসংযোগ সম্পন্ন করেছেন। এবার বাদপড়া স্থানগুলো ঝালাই করার পালা। শেষ পর্যন্ত নির্বাচনী বিজয়ের হাসি কে হাসেন তা-ই দেখার পালা।
শাহরাস্তি করেসপন্ডেন্ট|| আপডেট: ০৮:২৭ অপরাহ্ন, ১৪ ফেব্রুয়ারি ২০১৬, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur