চাঁদপুর কোস্ট গার্ড-এর অভিযানে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চাঁদপুরের ঈশানবালা, হাইমচর, হরিণাঘাট ও আলুর বাজার এলাকা থেকে জাটকা জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো, জাটকাগুলোর পরিমাণ ৫০ কেজি, যার মূল্য ২ হাজার ৪শ’ টাকা।
স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্যাহ বিএন-এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্য মোঃ কামরুজ্জামান,পিও এর একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে।
পরে জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ, (এসডি)(পিএন্ডআরটি), বিএন বলেন, নৌ পথে অবৈধ মালামাল পাচার এবং জাটকা রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তি : আপডেট ২:০৬পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur