Home / সারাদেশ / ৩০ হাজার টাকায় কুকুর ছানা বিক্রি
৩০ হাজার টাকায় কুকুর ছানা বিক্রি

৩০ হাজার টাকায় কুকুর ছানা বিক্রি

সরাইলে দুই মাস বয়সের হাউন্ড কুকুরছানা ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। এটি ক্রয় করেছেন কালিকচ্ছ গ্রামের বাসিন্দা সাবেক সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা আবদুল মাজেদ (৫৪)।

গত বছর ৪টি কুকুরছানা নিয়েছেন র‌্যাবের প্রধান কার্যালয়ে।

তবে সরকারি পৃষ্ঠপোষকতা না থাকায় দিন দিন এ কুকুর তার ঐতিহ্য হারাতে বসেছে।

সরাইলের বিখ্যাত প্রজাতির এ কুকুর বিলুপ্তির পথে। তারপরও প্রভুভক্ত ও শিকারি এ হাউন্ড কুকুর কিনতে দেশ-বিদেশ থেকে লোকজন ছুটে আসছেন।

চাহিদা বাড়ায় এর দামও বেশি। কুকুর ছানা কিনতে গিয়ে নানা বিড়ম্বনার মুখোমুখি হন আবদুল মাজেদ।

সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর এখন শাহজীবাজার এলাকায় বাখরাবাদ গ্যাসফিল্ডে কর্মরত আছেন মাজেদ।

মাজেদ বলেন, সরাইলে কুকুরছানা যেন সোনার হরিণ। তাই ইতিহাস ঐতিহ্যের স্মৃতিকে ধরে রাখার জন্য একটি কুকুর ছানা ক্রয় করলাম। তাও আবার যুদ্ধ করতে হয়েছে বিক্রেতার সঙ্গে।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা বলেন, বিখ্যাত প্রজাতির এই কুকুর হারিয়ে গেলে চলবে না। এটাকে ধরে রাখার জন্য সরকারি ও বেসরকারি ভাবে জরুরি ভিত্তিতে উদ্যোগ নেয়া হবে।

রাকিবুল হাসান নুর, ব্রাহ্মণবাড়িয়া করেসপন্ডেন্ট

 : আপডেট ১০:০৬পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার
ডিএইচ