Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / নদী, বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনায় নতুন দিগন্ত চাঁদপুর
নদী

নদী, বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনায় নতুন দিগন্ত চাঁদপুর

চাঁদপুর জেলা শহর ও হাইমচর উপজেলাকে একটি শক্তিশালী বাণিজ্যিক ঘাঁটি এবং নান্দনিক পর্যটন নগরীতে রূপান্তরের প্রত্যাশা দিন দিন জোরালো হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়াকে ঘিরেই এই প্রত্যাশা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।

এ্যাডভোকেট শাহজাহান মিয়া শুধু একজন অভিজ্ঞ আইনজীবীই নন, তিনি একজন সচেতন ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবেও দীর্ঘদিন কাজ করে আসছেন। সাংবাদিকতার মাধ্যমে তিনি চাঁদপুরের অবহেলিত সমস্যা, সম্ভাবনা ও জনদাবি দেশব্যাপী তুলে ধরেছেন। ফলে এলাকার বাস্তব চিত্র, জনমানুষের চাহিদা ও উন্নয়নের প্রতিবন্ধকতা সম্পর্কে তাঁর রয়েছে গভীর ও বাস্তবভিত্তিক উপলব্ধি—যা তাঁকে অন্যান্য প্রার্থীদের থেকে আলাদা করে তুলেছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের মতে, চাঁদপুরের নদীবন্দর, নৌ-পথকেন্দ্রিক বাণিজ্য, কৃষি ও মৎস্য সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে এ অঞ্চল অল্প সময়েই দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাবে পরিণত হতে পারে। সাংবাদিক হিসেবে তথ্যনির্ভর বিশ্লেষণ এবং আইনজীবী হিসেবে নীতিনির্ধারণী সক্ষমতার সমন্বয়ে এ্যাডভোকেট শাহজাহান মিয়া এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন—এমন বিশ্বাস এলাকাবাসীর।

একই সঙ্গে চাঁদপুর শহর ও হাইমচরকে নান্দনিক পর্যটন শহরে রূপান্তরের লক্ষ্যে নদী তীর সংরক্ষণ, পর্যটন স্পট উন্নয়ন, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরায়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। সাংবাদিকতা ও জনসংযোগে অভিজ্ঞ শাহজাহান মিয়া পর্যটন সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরে বিনিয়োগ আকর্ষণেও ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

সব মিলিয়ে, আইনজীবী, সাংবাদিক ও মানবিক রাজনীতিবিদ—এই তিন পরিচয়ের সমন্বয়ে এ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের অর্থনৈতিক, সামাজিক ও নান্দনিক রূপান্তরের অন্যতম প্রধান কারিগর হতে পারেন—এমন প্রত্যাশাই এখন জনমনে প্রবলভাবে প্রতিফলিত হচ্ছে।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া/
২৩ জানুয়ারি ২০২৬

About Chandpur Times

This is user group of Chandpur Times Content Editor. this profile use Content Editor Team. Chandpur Times newspaper is the largest and most popular Bengali local news portal of Bangladesh.Always published real story of society and environment.