চাঁদপুরে বিবেকানন্দ যুব সংঘের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব বিবেকানন্দ যুব দিবস’পালন করা হয়েছে। এ উপলক্ষে ১২ জানুয়ারী সোমবার সন্ধ্যায় চাঁদপুর পৌর পাঠাগারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর-এর সহকারী প্রকৌশলী অর্ণব দাস।
বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায়ের সভাপতিত্বে ও সহ-সভাপতি মানিক পোদ্দারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এটিও সুভাষ চন্দ্র সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট বিনয় ভূষন মজুমদার, প্রধান সমন্বয়কারী প্রকৌশলী স্বপন সাহা, উপদেষ্টা ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিংকর সাহা, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, তপন সরকার, দীপক চক্রবর্তী, দুলাল গোস্বামী, বাসুদেব মজুমদার, নির্মল পাল, লিটন দাস, প্রশান্ত কুমার সেন, সুরঞ্জিত কর, সুকুমার সরকার ও নারায়ন ভৌমিক প্রমুখ।
আলোচনার প্রারম্ভেই গীতা পাঠ করেন ৭ম শ্রেনির শিক্ষার্থী রুদ্র নীল শীল ও স্বামীজীর বানী পাঠ করেন শিক্ষার্থী সুস্মিতা দাস, সুবর্ণা দাস, অনন্যা দে, অংকিতা রায়, অংকন রায়, অর্পিতা সাহা, দেবজিৎ পোদ্দার ও ওম্ চন্দ্র দাস। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং সবশেষে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
স্টাফ রিপোর্টার/
১৩ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur