নিজেকে স্বাবলম্বী ও পরিবারের মুখে হাসি ফুটাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে পাড়ি জমান চাঁদপুরের কচুয়ার সিংআড্ডা গ্রামের যুবক ইয়ামিন খান (২২) । গত ৬ এপ্রিল মালয়েশিয়া যাওয়ার ২দিনের মাথায় নিজ বাসায় আকস্মিক ভাবে মৃত্যু হয় তার। এ সংবাদ তার পরিবারের মাঝে পৌছলে শোকে বিভোর হয়ে পড়ে পরিবার।
প্রবাসী ইয়ামিন খানের বাবা মনির হোসেন কান্নাজনিত কন্ঠে বলেন, মাত্র ৩দিন আগে হাসি মুখে ছেলেকে বিদেশ যাওয়ার জন্য বিদায় দিলাম। কিন্তু এ বিদায় শেষ বিদায় হবে তা কোনো ভাবে মেনে নিতে পারছি না।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমেদ বলেন, ইয়ামিন খান মারা যাওয়ার বিষয়টি দু:খজনক। আমার তার লাশ ফিরিয়ে আনতে প্রবাসী কল্যান মন্ত্রনালয়সহ বাংলাদেশ সরকারের সুদৃষ্টি কামনা করছি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৯ এপ্রিল ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur